আমি শুধু তোমাকে চাই
———এস এম রাজা
যত বেহেস্ত সব ওদের কে দাও
যত হুর গ্লেমান আছে সব ওদের দিয়ে দাও।
প্রয়োজন নেই ওসব আমার
আমার জান্নাতের লোভ নাই
জাহান্নামের ভয় নাই
আমি শুধু তোমাকে চাই
তোমাকে যেন পাই,
প্রভু আছি শুধু এই প্রত্যাশায়
তুমি বিনে আমার বান্ধব কেহ নাই।
তুমি ছাড়া আমার রব কেহ নাই।
আমার প্রতি নিঃশ্বাসে তুমি,
বিশ্বাসে তুমি
তুমিই শ্রেষ্ঠ, তুমিই মহান
আমি পাপি তোমার গোলাম
শয়নে স্বপনে জপি যে তোমায়
তুমিই যে আমার ধ্যান।