হে অন্ধ সমাজ
—-এস এম রাজা
হে অন্ধ সমাজ
আজ তোমাকে যাই বলি
নিতে আসিনি আমি
দিতে এসেছি প্রান খুলি।
শৈশব থেকে আজ অবধি
উজার করে দিয়েছি সবই
নিয়েছো সদায় দুহাত ভরে
ব্যাথা দিয়েছো খুবই।
নালিশ করিনি কখনও কভু
ব্যাথা দিয়েছো বলে
অন্ধ সমাজের অন্ধ বলেই
করুনা করেছি ছলে।
জ্বলে পুড়ে নিঃশেষ হয়েছি তবু
সুধরাতে চেয়েছি তোমায় অথচ-
বিসর্জন দিলে নীতি আদর্শ
পড়ে ঋপুর তাড়নায়।
সময় এখনো হয়নিকো শেষ
ফিরে এসো সুপথে
নইলে প্রলয় অনিবার্য
প্রস্তুত থাকো সামলাতে।
কত দেবো খুন কত দেবো মান
কত দেবো বলি ইজ্জত
সভ্য যুগে অসভ্যতা
ফিরাইওনা জাহেলিয়াত।
আমি মানবিক কভু দূর্বল নই
করবোই প্রতিবাদ
ধংস করে জাহেলিয়াত
গড়বোই সভ্য সমাজ।
মিথ্যার পূঁজিতে বেসাতি করো
নির্লজ্জ কানার দল
ইবলিশ তোদের শীরে বসেছে
কোন পথে যাবি বল?
রক্ত গঙ্গা বইয়ে দিলি
আমার আমার করি
একবার ভাব সঙ্গে যাবে না
চলে যাবি সব ছাড়ি।
মানব কুলে জনম নিয়ে
হয়েছিস পশুরও অধম
সোজা পথে চল সত্য কথা বল
সময় কিন্তু কম।
দেয়ালে পিঠ ঠেকে গেছে মোর
আঘাতের বোঝা বয়ে
ভাবিস না বসে মিছেই সব আসে
আঘাত যাবই কেবলই সয়ে।হে