বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে মাদকাসক্ত স্বামীর চাপাতির কোপে স্ত্রী গুরুতর আহত পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান ,রিভলবার ও ওয়ান স্যুটারসহ আটক-২। সাংবাদিকতায় সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, গুনিজন সংবর্ধনা দিলো স্বপ্ন কম্পিউটার  ঈশ্বরদীতে নিখোঁজ যুবকের চুয়াডাঙ্গায় লাশ উদ্ধার  ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু নাটোরে বাবার হাতে ছেলে খুন ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি ঈশ্বরদী থানার এএসআই ইকবাল পুরস্কৃত ঈশ্বরদীতে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার ঈশ্বরদীতে মহাসড়কে পুলিশের নামে ভুয়া লেগুনা সমিতির চাঁদা আদায় মাসে ৩৫ হাজার টাকা

পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড
পাবনা সংবাদ দাতা।।

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুরাদ হোসেন। জেলা এনএসআই, পাবনার সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা দালালদের হয়রানি, অর্থ আদায় এবং প্রতারণার শিকার হয়ে আসছিলেন। রোগীদের সহজ-সরল মানসিক অবস্থা ও তাদের পরিবারের অসহায়ত্বকে পুঁজি করে দালালরা চিকিৎসা ও ভর্তি কার্যক্রমকে পণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক অস্বস্তি তৈরি হলে জেলা প্রশাসনের নজরে আসে এবং অবশেষে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন:
১) মুকাররম (৫০), পিতা-মৃত রফিজ উদ্দিন, কিসমত প্রতাপপুর, পাবনা সদর।
২) মোঃ আলমগীর হোসেন (৩৫), পিতা-মৃত ইসরাইল, চাঁপাইনবাবগঞ্জ জেলা।
৩) হালিম (৪০), পিতা-মৃত জামাল শেখ, ইসলামপুর, পাবনা সদর।
৪) মোঃ জহুরুল ইসলাম (৪২), পিতা-মুনসুর আলী, কিসমত প্রতাপপুর, পাবনা সদর।
৫) মানিক মণ্ডল (২৪), পিতা-আব্দুল লতিফ মণ্ডল, ইসলামপুর, পাবনা সদর।
৬) মোঃ শফিকুল (৫৫), পিতা-মৃত সামাদ শেখ, হেমায়েতপুর, পাবনা সদর।
৭) ছাবিত (১৯), পিতা-শহিদ, হেমায়েতপুর, পাবনা সদর।
৮) মুন্নাফ (৩১), পিতা-মুনজির, হেমায়েতপুর, পাবনা সদর।
৯) জুয়েল (৩০), পিতা-শহিদুল, বুদের হাট, পাবনা সদর।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুরাদ হোসেন বলেন, “জনগণের ভোগান্তি লাঘব এবং সরকারি হাসপাতালের পরিবেশ স্বচ্ছ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানসিক হাসপাতালে ভর্তির নামে কেউ যাতে হয়রানি বা অর্থ আদায়ের সুযোগ না পায়, সে জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুধু মানসিক হাসপাতাল নয়, জেলার অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হবে।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ রোগী, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। স্থানীয়দের দাবি, দালালমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা গেলে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!