স্টাফ রিপোর্টার।।
সিএনজি’র ধাক্কায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মার্শাল আর্ট সিতরিয় কারাতের জাতীয় প্রশিক্ষক, আন্তর্জাতিক রেফারি ও দৈনিক আমাদের সময়
পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি শেখ ওয়াহেদ আলী সিন্টু। বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে ঈশ্বরদী শহরের অরনকোলার ‘এনি ফিলিং স্টেশন’ অতিক্রমের সময় ‘রং সাইড’ দিয়ে আসা একটি সিএনজি তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উল্টে আহত হন। তাঁর ডান হাতের কব্জির উপরিভাগ, আঙুল ও তালু জুড়ে অনেকখানি ক্ষতের সৃষ্টি ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন ।এদিকে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজ সেবক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা সাংবাদিক ও ক্রীড়াবিদ ওয়াহেদ আলী সেন্টুর দ্রুত সুস্থতা কামনা করেছেন।