স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে ১০ বোতল ফেন্সিডিলসহ অভি হোসেন (২৪) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গতকাল (সোমবার) রাতে ঈশ্বরদী পৌর এলাকা অরণকোলা মোড়ে অভিযান চালিয়ে তাকে মাদক ফেন্সিডিল আটক করা হয়। এসময় মাদক ফেন্সিডিল সরবরাহের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (৬মে) বিকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করেছেন।
আটককৃত অভি ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ফরিদপুর মধ্যপাড়া গ্ৰামের মোঃ শাহাদত হোসেনের ছেলে অভি হোসেন।
থানা থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল সোমবার রাতে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা মোড় এলাকায় স্টুডিও ও ফটোস্ট্যাট দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে এ সময় অভি নামে মাদক কারবারি আটক করেছে। এ সময় তাঁর দেহ তল্লাশি চালিয়ে ১০বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ তাকে আটক করেছেন আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন ও সহকারী পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বলেন, মাদক কারবারি মোঃ অভি হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে থাকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।