বিভিন্ন কর্মসূচিতে ঈশ্বরদীতে পালিত হলো মহান দিবস
স্টাফ রিপোর্টার।। বিভিন্ন কর্মসূচিতে ঈশ্বরদীতে পালিত হলো মহান মে দিবস।
বৃহস্পতিবার (১ মে’২৫) স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশাল শোভাযাত্রা বের করা হয় শহরের আলহাজ্ব মোড় থেকে ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে রেলগেট ট্রাফিক মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা, রেলওয়ে শ্রমিক দল, রাজমিস্ত্রি ও রডমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, নেসকো শ্রমিক দল, রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
বিএনপি চেয়ারপারসনের উপগদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, শ্রমিকদল নেতা আহসান হাবিব, বিএনপি নেতা হুমায়ন কবির দুলাল, আজমল হোসেন ডাবলু, মাহবুবুর রহমান পলাশ, আজিজুর রহমান শাহীন, এসএম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, ইসলাম হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম ভিপি শাহীন, আনোয়ার হোসেন জনি, রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী অংশ গ্রহন করে।
শোভাযাত্রা শেষে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের পর সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু, আহসান হাবিব, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।
এ দিকে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শোভাযাত্রার পর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।