শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত দুই এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দৌলতপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে ৭ জন আহত ঈশ্বরদীতে রেল ইঞ্জিনে কাটা পড়ে নানা নাতনির মৃত্যু ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোরদলের ৩ সদস্য গ্রেফতার, চুরিকৃত ৪ মোটরসাইকেল উদ্ধার ঈশ্বরদীতে রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপপুরের মানিক হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জন গ্রেফতার গনমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ, একই ব্যাক্তি টিভি ও পত্রিকার মালিক হতে পারবে না চুরি ঠেকাতে সুপারী বাগানে মানুষ মারার বৈদ্যুতিক মরণ ফাঁদ দিয়াড়বাঘইল কেন্দ্রীয় গোরস্থানে পাশাপাশি দাফন করা হলো স্বামী স্ত্রী ও সন্তানের লাশ

দৌলতপুরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে ৭ জন আহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

গুলি বর্ষণে এলাকায় আতঙ্ক

দৌলতপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত-৭ : বাড়ি-ঘর ভাঙচুর ও গবাদি পশু লুটের অভিযোগ  দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা।।

কুষ্টিয়ার দৌলতপুরে এক নারীকে উত্ত্যক্ত করার জের ধরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও গবাদি পশু লুট করার অভিযোগ করা হয়েছে। সোমবার ঈদের দিন রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ঈদের দিন বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারত সীমানা ঘেষা জলঙ্গী সীমান্ত ট্যাকে ঘুরতে যায় চরপাড়া এলাকার একদল নারী ও পুরুষ। এসময় মীম নামে এক মেয়েকে উত্ত্যক্ত করে একই এলাকার ৭-৮ জনের একদল যুবক। বাড়ি ফিরে উত্ত্যক্ত করার ঘটনা পরিবারের লোকজনকে জানালে চরপাড়া গ্রামের বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম এবং আমজাদ মন্ডলের নেতৃত্বে এলাকার লোকজন উত্ত্যক্তকারী ওই সকল যুবকদের মারপিট করে। মারপিটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওইদিন রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব মেম্বর ও তুফাজ্জেলের নেতৃত্বে ৩০-৩৫জন সশস্ত্র সংগবদ্ধ হয়ে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ ও বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ৮-১০ রাউন্ড এলোপাতাড়ি গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম ও আমজাদ মন্ডলসহ বিএনপি পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ নেতা আইয়ুব মেম্বর, তুফাজ্জেল হোসেনের নেতৃত্বে হামলাকারীরা আশরাফুল ইসলাম ও শফিকুল ইসলামের বাড়ি-ঘর ভাঙচুর করে ৭টি গরু ও ২টি মোটরসাইকেল সহ অন্যান্য আসবাবপত্র লুট করে নিয়ে যায়। প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে রামকৃষ্ণপুর বিওপি’র বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হলে আশরাফুল ইসলাম (৫৭), শাহাব উদ্দিন (৫৫), বাচ্চু (৫০) ও সাব্বির হোসেন (২২) কে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলা, লুটপাট ও সংঘর্ষের ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা শফিকুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
তবে সংঘর্ষের ঘটনার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!