সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার।। আজ ১৪ মার্চ’২৫ দুপুরে সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় পিতা আজিজুল(৪০) ও তার শিশুপুত্র আবু হুরায়রা (৭) মৃত্যু বরন করেছে। তাদের বাড়ী পাবনা সদর উপজেলার শ্রীপুর কৈজুরী। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
জানাগেছে, উল্লেখিত সময়ে সাঁথিয়া পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুর হাট বাড়িয়া এলাকায় অটোরিকশার সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হলে আজিজুল ও হুরায়রা ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। আহতরা স্হানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করে।