ঈশ্বরদীর মুলাডুলিতে বর্ণাঢ্য আয়োজনে দিনরাত ব্যাপী অনুষ্ঠিত হলো দেশের প্রথম পাঠকমেলা
——–
মুনমুন আক্তার।। “লেখক প্রকাশক পাঠক, এক শিকলেই হোক আটক” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লেখক ও পাঠকদের মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর মুলাডুলি মুক্তমঞ্চ প্রাঙ্গনে দিনরাত্রি ব্যাপী অনুষ্ঠিত হলো দেশের প্রথম পাঠকমেলা।
বর্ণাঢ্য র্যালী, শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, লেখক পাঠকদের জন্য মুক্ত আলোচনা, লেখকদের অংশ গ্রহণে আলোচনা ও কবিতা পাঠ, পাঠক সম্মাননা ২০২৫ প্রদান, রাজনৈতিক ব্যক্তিদের অংশ গ্রহণে রাজনীতির কবিতা ও কবিতার রাজনীতি নিয়ে আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো এই পাঠকমেলার সমগ্র আয়োজনে।
সকাল ৯টায় স্কুল কলেজের শিক্ষার্থী, কবি, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ সর্বস্তরের সাহিত্যপ্রেমি মানুষদের অংশ গ্রহণে মেলা উদ্বোধন করেন পাঠক মেলার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট্য কবি ও কথা সাহিত্যিক লতিফ জোয়ার্দার। লেখকদের অংশ গ্রহণে আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন কথা সাহিত্যিক মোখলেস মুকুল, কবি আদ্যনাথ ঘোষ, কবি ও গল্পকার জুলফিকার কবিরাজ, কবি দেওয়ান বাদল, কবি এস এম রাজা, কবি সুমন সামস, কবি প্রফেসর মোঃ আবদুদ দাইন সরকার, কবি রনি বর্মন, কবি মুন্তাজ আলী, কবি সাইফুল কামাল, প্রফেসর জামাল উদ্দিন, কবি মোঃ শফিউল্লাহ, কবি রবি বাঙালী, কবি নুরুল ইসলাম বাবুল, কবি নিন্দুক বিশ্বাস, কবি সেলিম রেজা, ছড়াকার ফকির খালেক, মোঃ মোশাররফ হোসেন মূসা, কবি ও গল্পকার কথা হাসনাত, কবি মুনমুন আক্তার, কবি জাহিদ সুবহান, কবি শফিক লিটন, কবি রেহানা সুলতানা শিল্পী, কবি সালেক শিবলু, প্রফেসর আ ফ ম রাজিবুল আলম ইভান, কবি আতিকুর রহমান বাবলু, কবি আহমেদ টিকু, কবি আনিশ রোহান, কবি শাকিবুল শাকিল, কবি বিশ্বজিৎ দাশ, কবি আশরাফ খান প্রমুখ।
রাজনৈতিক কবিতা ও কবিতার রাজনীতি বিষয়ক আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোছাঃ শাহনাজ পারভীন মাহফুজা, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ এনামুল হক প্রামাণিক, মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ফিরোজ হক ও মোঃ আমিনুর রহমান বাবু দেওয়ান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন ঈশ্বরদীর স্বনামধন্য প্রতিষ্ঠান ডিডিপি মিউজিক একাডেমি ও ডিডিপি বাউল সম্প্রদায়ের শিল্পী গুরুজী এস এম রাজা বাউল, এস এম অন্ত, রুমানা সরকার, দেলবার বাউল ও অতিথিশিল্পী হাসান মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি শিল্পী নজরুল ইসলাম মুকুল। এর আগে বিভিন্ন স্কুলের শিশু কিশোররা নৃত্য পরিবেশন করেন। এ অনুষ্ঠানে ৬জন সেরা পাঠককে সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠক মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি কাগজপাখি সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক প্রভাষক নজরুল ইসলাম। আমন্ত্রণে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ চঞ্চল মাহমুদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মাসুম আলী, আব্দুর রউফ সুমন, শেখ জাহাঙ্গীর, ওসমান গনি। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ রানা ও শিমুল পারভেজ। সকাল ৯টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং রাত সোয়া ১টায় শেষ হয়। প্রচুর সংখ্যক দর্শক শ্রোতা সমগ্র আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠান উপভোগ করা ছাড়াও দর্শনার্থীরা মেলায় বইয়ের স্টলগুলো পরিদর্শন ও বই ক্রয় করেন।