ঈশ্বরদীতে সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কারামুক্ত মাহবুবুর রহমান পলাশ
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহন করা ট্রেনে হামলা মামলায় ফরমায়েসী রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৯ বিএনপি নেতা খালাসে মুক্তি পেয়েছেন। সর্বশেষ মুক্তি পেলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি’২৫) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি। এরপর গাড়ীবহর নিয়ে পদ্মা সেতু হয়ে তিনি রাত ৯টায় ঈশ্বরদী ফিরলে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন পাকশীর নতুন রুপপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরেক সংবর্ধিত একই মামলায় সদ্য কারামুক্ত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহিন, সংবর্ধিত সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ, তাঁতী দলের উপজেলা সভাপতি নাফিস আহমেদ আরিফ, জাসাস এর উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
সংবর্ধিত মাহবুবর রহমান পলাশ এবং রেজাউল করিম শাহিন তাদের বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারামুক্ত হওয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।
এরপর রাত ১০ টায় গাড়িবহর নিয়ে মাহবুবুর রহমান পলাশ ঈশ্বরদী শহরে প্রবেশের পথে জয়নগর শিমুলতলা, আলহাজ্ব মোড় এবং পোস্ট অফিস মোড়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, যুবদল নেতা বরকত আলী, ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখ।