ঈশ্বরদীতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগ কার্যালয় ও ঘৃণাস্তম্ভ
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। গতকাল ৫ ফেব্রুয়ারী’২৫ আনুমানিক রাত পৌনে ১২ টার দিকে শহরের স্টেশন রোডস্থ ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয় এবং আলহাজ্ব মোড়স্থ বিজয়স্তম্ভ সংলগ্ন ঘৃণাস্তম্ভ বুলডোজার ও হাতুড়ি শাবল দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
বিক্ষুব্ধ ছাত্র জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী শ্লোগান দিতে দিতে এই স্থাপনা গুলো নিমিষেই মাটির সাথে গুড়িয়ে মিশিয়ে দেয়।
এর আগে গত ৫ আগস্ট’২৪ শেখ হাসিনা পদ ত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারপর থেকে গতকাল অবধি পরিত্যক্ত এই ভবনটি হয়ে যায় মলমূত্রের কারখানা।
গতকাল রাতে উল্লেখিত সময়ে আকষ্মিক ভাবে বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত হয়ে প্রথমে হাতুড়ি শাবল দিয়ে ভবনটি ভাঙা শুরু করে। এক পর্যায়ে বুলডোজার দিয়ে সম্পূর্ণ কার্যালয় ভবনটি গুড়িয়ে নিঃচিহ্ন করে দেয়া হয়।
এরপর শহরের ঈশ্বরদী-পাবনা রোডের আলহাজ্ব মোড়স্থ বিজয় স্তম্ভ সংলগ্ন ঘৃণাস্তম্ভ ভাংচুর করে নিঃচিহ্ন করা হয়। আওয়ামী লীগ আমলে তাদের ভাষায় থুথু নিক্ষেপের মাধ্যমে ঘৃণা জানানোর জন্য এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছিলো।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।