সুজানগর সংবাদদাতা।। আগামী বৃহস্পতিবারের মধ্যে পাবনার সুজানগর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাকে থানা থেকে প্রত্যাহারের দাবি জানালেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ হাসমত আলীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে সোমবার বিকেলে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি আগামী তিন দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারলে বৃহস্পতিবার বিকেলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি সুজানগরের সকল ব্যবসায়ীদের কে ব্যবসা প্রতিষ্ঠানে থেকে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার কথা জানান এবং কেউ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা কিংবা বন্ধের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এর আগে বিএনপি নেতা হাসমত আলী খানকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারের বিশ্বাস মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম তৌফিক হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস ,সদস্য সচিব জসিম বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী আব্দুস ছালাম মোল্লা, বিএনপি নেতা মজিবর খা, হাবিবুর রহমান বাদশা, ইয়াকুব আলী প্রামানিক,গোলাম মোর্তজা সাফা,যুবদল নেতা সিদ্দিকুর রহমান ও আনোয়ার হোসেন মোল্লা,ছাত্রদল নেতা শেখ কাউছার ও রুবেল প্রমুখ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল।প্রতিবাদ সভায় বক্তারা হামলার সাথে জড়িত আওয়ামী স্বৈরাচারী শাসকের হেলমেট বাহিনী ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য,গত রোববার বিকেলে উক্ত হাসমত আলী সুজানগর পৌর বাজার থেকে তার গ্রামের বাড়ি মধুপুর যাওয়ার সময় পথিমধ্যে মথুরাপুর নামক স্থান হতে আওয়ামী বাহিনীর সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে আহত করে বলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান।