পদ্মার ৩ বালুখোরের ১মাস করে জেল
——-
স্টাফ রিপোর্টার।। পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ৩ বালুখোরকে ১মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১২ জানুয়ারি’২৫ কুষ্টিয়া জেলার পদ্মা নদীর তালবাড়িয়া থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার তালতলি উপজেলার পশ্চিম লালুপাড়া গ্রামের মঞ্জু ফরাজির ছেলে রাজু মিঞা (২৮), একই এলাকার ফজলু ফরাজির ছেলে ইউনুস ফরাজি (১৮) ও মুজিবর ফরাজির ছেলে সিদাম ফরাজি (৩৪)। লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আকিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।