ঈশ্বরদী ইপিজেডে কর্মকর্তার অমানুষিক মারধরে শ্রমিকের মৃত্যু
—–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদী ইপিজেড’র আইএসএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানি লিমিটেড এর এডমিন অফিসার মিজানুর রহমান’র অমানুষিক মারধরের কারণে মৃত্যু বরণ করেছে ঐ কোম্পানির কম্পিউটার অপারেটর মেহেদী হাসান নাইম (২০) নামে এক শ্রমিক। সে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর এলাকার মুক্তা শেখ’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ৮ জানুয়ারি’২৫ দুপুরে অফিসে কর্মরত অবস্থায় পদোন্নতির বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে এডমিন মিজানুর রহমান অমানুষিক ভাবে কিল ঘুষি ও লাঠি দিয়ে নাইমকে মারধর করে। মারধরের এক পর্যায়ে নাইম জ্ঞান হারিয়ে ফেললে তাকে বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকা জনক দেখে এখান থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। নাইমের অবস্থা ভয়াবহ আশংকা জনক পরিলক্ষিত হওয়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৯ জানুয়ারি’২৫ রাত ২ টায় নাইম মৃত্যু বরণ করে।
এব্যাপারে নাইমের পিতা মুক্তা শেখ ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ নাইমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেছি। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।