টঙ্গির ইস্তেমা মাঠে ৪ খুনের আসামিদের ফাঁসি ও সাদ্ পন্থীদের আজীবন নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
গাজিপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত ৪ জনের হত্যাকারীদের ফাঁসি এবং সাদ্ পন্থীদের সকল কর্মকাণ্ড আজীবন নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে আজ ২১ ডিসেম্বর’২৪ সকালে ঈশ্বরদীতে ওলামা মাশায়েক ও তৌহিদে জনতার ব্যানারে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মুফতি মাওলানা আব্দুল হান্নান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল, মাওলানা হাফেজ আসাদুজ্জামান, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা মাহমুদ হোসেন, মুফতি রায়হান গোলাম মোস্তফা, মুফতি মাওলানা নূর সালাম বহরপুরী, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা ওয়ায়েস করনী, মাওলানা মুফতি সালোয়ার হোসাইন, হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা সুলতান হোসাইন, মাওলানা আব্দুল মমিন মোল্লা প্রমুখ। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবি করে বলেন, যারা ধর্মের নামে ভাই ভাইকে খুন করে তারা কখনো মুসলমান হতে পারে না। অবিলম্বে বাংলাদেশে সাদ্ পন্থী কাদিয়ানীদের সকল কর্মকাণ্ড আজীবন নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বক্তারা সাদ্ পন্থীদের ইহুদি নাসারার দোসর ও দালাল আখ্যায়িত করে বলেন এরা ধর্মের লেবাসে বেধর্মীদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। এদেশের তৌহিদি জনতা যে কোন মূল্যে তা প্রতিহত করবে।