বিএনপি নেতা রাজু’র ইন্তেকাল
স্টাফ রিপোর্টার।। সাহাপুর তথা ঈশ্বরদী উপজেলার কৃতি সন্তান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু (৫২) ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন)।আজ শনিবার ভোর ৫:১৫ মিনিটের সময় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
মৃত রাজু উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর কেন্দ্রীয় মসজিদ মোড় এলাকার প্রয়াত মাহফুজুর রহমান মাফুর ছেলে।
উল্লেখ্য, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ঈশ্বরদীতে হত্যা চেষ্টার মিথ্যা মামলায় তিনি কারাদন্ডপ্রাপ্ত হয়ে জেলখানায় নির্মম জুলুম নির্যাতনে বিনা চিকিৎসায় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। শেখ হাসিনার পতনের পর তিনি জামিনে জেল থেকে মুক্ত হয়ে আসেন।