ঈশ্বরদীতে ছাত্রদল নেতা নয়নের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সর্বশেষ নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর ও জয়নগর শিমুলতলা মোড়ে উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। এসময় স্থানীয় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।