ভেড়ামারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত
মাসুদ রানা, ভেড়ামারা।।
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত গতকাল ১৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শহিদুল্লাহ, থানার তদন্ত (ওসি) কর্মকর্তা মো: রাকিব হাসান ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: শাম্মী শিরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: লুৎফর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: জহির উদ্দিন, উপজেলা ইঞ্জিনিয়ার মো: দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মাহমুদা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা মো: ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ গন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।