ঈশ্বরদীর পাকশীতে ট্রেনে কেটে নিহত-১ আহত-১
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।।
ঈশ্বরদীর পাকশী রেলওয়ে স্টেশনের অদুরে লাইনের ওপর দিয়ে দৌঁড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে তানজিদ আহমেদ রাতুল(১৮) নামে এক যুবক নিহত এবং আরিফ(২০) নামে এক যুবক আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর’২৪) রাত আনুমানিক ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানজিদ আহমেদ রাতুল (১৮) রাজশাহী জেলার চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মোঃ জিয়ারুল ইসলামের ছেলে এবং আহত আরিফ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বড়ইচরা গ্রামের মাহাবুবের ছেলে। তারা ২ জনই পাকশীতে অবস্হিত ঈশ্বরদী ইপিজেড এর তিয়ানি কোম্পানির অপারেটর ।
আহত আরিফ জানিয়েছে, প্রতিদিনই তারা দুই বন্ধু ডিউটি অফ করে শারীরিক কসরত করার জন্য দৌঁড়াতে যেতো। গতকালকেও তারা ডিউটি অফ করে ইপিজেড গেট থেকে দৌঁড়ানো শুরু করে। একপর্যায়ে রুপপুর সাঁকোর নিকট গিয়ে রেল লাইনের উপরে উঠে পাকশী রেলওয়ে স্টেশন অভিমুখে দৌঁড়াতে থাকে। কিছু দূর যাবার পর সামনে একটি ট্রেন আসতে দেখে কিন্তু ডাবল ব্রড গেজ লাইনের ঠিক কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে তা তারা বুঝতে না পেরে বাম সাইড দিয়ে দৌড়াতে থাকে । রাতুল রেললাইনের মাঝখান দিয়ে এবং সে লাইনঘেঁসে সাইড দিয়ে দৌড়াতে থাকে।এসময় আকস্মিকভাবে ট্রেনের ধাক্কায় সে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ।ট্রেন চলে যাবার পর দেখতে পায় রাতুল ট্রেনে কাটা পড়ে টুকরা টুকরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেছে। এসংবাদ জানার পর স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।