ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।। আজ ৭ নভেম্বর’২৪ বিকেলে ঈশ্বরদী-পাবনা সড়কের কালিকাপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছে।
নিহতরা হলো পাবনার আতাইকুলা থানার বনগ্রামের বাসিন্দা আশিক(১৭) ও সাকিব(১৭)। তারা দুজনেই সাঁথিয়ার মিয়াপুর হাজী জসিম উদ্দিন হাই স্কুলের ছাত্র ও এস এস সি পরীক্ষার্থী।
জানাগেছে, টেষ্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় ৯ বন্ধু ৩ মটর সাইকেল যোগে বেড়াতে বের হয়। তারা পাকশী অভিমুখে যাবার সময় উল্লেখিত স্হানে একটি কাভার্ড ভ্যানের সাথে পরপর দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আশিক ও সাকিব ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।
আহত হয় ৪ জন। ওদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে পাকশী হাই ওয়ে থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে অন্য বন্ধুরা পাবনা সদর হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।