ঈশ্বরদীর পদ্মা নদীর চরে ১৬টি গরুর মৃত্যু ও অসুস্থ ২০টি, বিষ প্রয়োগের অভিযোগ
ঈশ্বরদী উপজেলা সংবাদ দাতা।।
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর পদ্মা নদীর চরে আকস্মিক ভাবে বিভিন্ন গৃহস্থের ১৬টি গরু মৃত্যু বরন করেছে। অসুস্থ হয়ে পড়েছে প্রায় ২০টি গরু। বিষ প্রয়োগের কারনে গরুগুলোর মৃত্যু ও অসুস্থ হয়েছে বলে মৌখিক অভিযোগ করা হয়েছে । বুধবার (৬ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এঘটনা ঘটে।
জানাগেছে, প্রতিদিনের মতো গতকালও ক্ষতিগ্রস্ত গৃহস্থরা উল্লেখিত চরে গরু চরাতে যায়। চরে গজিয়ে উঠা ঘাস খাবার এক পর্যায়ে গরুগুলো ঐ চারণভূমির পাশের এক কলা ক্ষেতের শিশু কলা গাছ খায়। এই কলাগাছ খাবার পরেই গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। কোন কিছু বুঝে উঠার আগেই একে একে বিভিন্ন গৃহস্থের ১৬ টি গরু মৃত্যু বরন করে এবং আরও প্রায় ২০টি গরু এসংবাদ লেখা পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে।
মৃত্যু বরন কারী গরু গুলোর মধ্যে মফেজ্জল বিশ্বাসের ৯টি , সাহাবুল বিশ্বাসের ৩টি, জয়নাল বিশ্বাসের ১টি, বিকুল প্রামানিকের ২টি ও ইকবাল প্রামানিকের ১টি।
ক্ষতিগ্রস্হ গৃহস্থদের পক্ষ থেকে বলা হয়েছে, যে জমির কলাগাছ খেয়ে গরুগুলোর মৃত্যু ও অসুস্থ হয়েছে সেই জমির মালিক লক্ষিকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের জনৈক ড্রাগ আনিস। তিনি জমির কলা গাছে দানাদার বিষ দিয়ে রেখেছিলেন। যে কারনে এমন দূর্ঘটনা ঘটেছে।
এদিকে সংবাদ পেয়ে ঈশ্বরদী উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্হ গৃহস্হদের বাড়ীতে গিয়ে অসুস্থ গরু গুলোকে চিকিৎসা দিয়েছে এবং মৃত গরু গুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য রক্ত, লালা এবং মাংস সংগ্রহ করেছেন। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে তারা খাদ্যের বিষক্রিয়ার কারণে এই গরুগুলোর মৃত্যু ও অসুস্থ হয়েছে বলে জানিয়েছেন।
আপাততঃ ঐ চরে গরু চরাতে নিষেধ করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।
এব্যাপারে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ এখনও পাইনি।তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।