ঈশ্বরদীতে ৮’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীতে ৮’শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর উপজেলার কাঁশিপুরের মৃত মুক্তার হোসেনের ছেলে আলামীন ওরফে মুন্না(৩২)ও পাবনার সুজানগর উপজেলার সুজানগর খারপাড়ার আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন শামীম(২৯)।
আজ ৩১ অক্টোবর’২৪ বিকেল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী স্টেশন রোডে বাজারের ১নং গেটের সামনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে গঠিত বিভাগীয় মাদক বিরোধী দল অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবাসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের ব্যাবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ আসামীদের হস্তান্তর করা হয়েছে।