ঈশ্বরদীতে রিভলবার, গুলি ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।।
ঈশ্বরদীতে পুলিশের সহযোগিতায় বিদেশি রিভলবার, গুলি ও গাঁজাসহ সাহাবুল হোসেন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক টিম । আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাবুল ওই এলাকার আমির হোসেন এর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা ‘খ’ সার্কেল এর একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত সাহাবুলের শয়ন কক্ষের বালিশের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা ও তোশকের নিচ থেকে একটি লোহার তৈরী বিদেশী আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার (কাঠের বাটযুক্ত দৈর্ঘ ৯ ইঞ্চি ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত) এবং ৩টি গুলি উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় টিমের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন খান।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সার্কেল ঈশ্বরদী এর উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদক আইনে একটি ও অস্ত্র আইনে একটিসহ দুইটি মামলা দায়ের করেছেন জানা গেছে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।