ঈশ্বরদীতে মাদ্রাসার অধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত, চরম বিড়ম্বনায় পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।
ছুটি না নিয়েই দীর্ঘদিন মাদ্রাসায় আসেন না অধ্যক্ষ । অভিযোগ রয়েছে মাদ্রাসার জমি বিক্রয় করে টাকা আত্মসাৎ করেছেন তিনি। মাদ্রাসায় না যাওয়ায় ব্যহত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। এতে চরম বিরম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।
নব্বই দশকে পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ আলিম মাদ্রাসার প্রধান হিসেবে নিয়োগ পান আব্দুল জলিল। নিয়োগে পর থেকেই রয়েছে তার নামে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ। গত ৫ আগষ্ট সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তিনি স্কুলে না আসায় চরম বিরম্বনায় পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষকরা বলছেন রাজনৈতিক কারনেই তিনি প্রতিষ্টানে আসেন না।
বিগত কমিটির সদস্যরা বলছেন প্রতিষ্টানটির জমি বিক্রয়, লিছু বাগান বিক্রিয় এবং বিভিন্ন বরাদ্দের টাকা স্কুল ফান্ডে জমা না দিয়েই আত্মসাৎ করেছেন তিনি।
মাদ্রাসায় কেন আসেন না এ বিষয়ে মুঠো ফোনে যানতে চাইলে আব্দুল জলিল বলেন, উপজেলা গেটে আমার উপর অ্যাটাক হওয়ার কারণে ইউএনও সাহেব মাদ্রাসায় যেতে নিষেধ করেছিলেন তাই আমি মাদ্রাসায় যাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আপনার কাছে এই প্রথম শুনলাম। উপজেলা শিক্ষা অফিসারকে বলব প্রধান শিক্ষক প্রতিষ্টানে কেন যান না তদন্ত করে ববস্থা নিতে বলব। আর মাদ্রাসার জমি বিক্রি বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।