ঈশ্বরদী পৌর এলাকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড উচ্ছেদ অভিযান শুরু
স্টাফ রিপোর্টার।। প্রথম শ্রেণীর পৌরসভা ঈশ্বরদী শহরে দীর্ঘদিন যাবৎ বিদ্যমান নানাবিধ সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নব নিযুক্ত পৌর প্রশাসক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
এরই ধারাবাহিকতায় আজ ১৬ অক্টোবর’২৪ সকালে স্টেশন রোড বাজার এলাকায় বিভিন্ন বানিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ বিলবোর্ড, ব্যানার,ফেষ্টুন, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের মধ্যদিয়ে শুরু হলো উচ্ছেদ অভিযান।
অভিযান সম্পর্কে পৌর প্রশাসক সুবীর কুমার দাশ বলেন,পৌর এলাকায় কোন রোডের পাশেই অবৈধ স্থাপনা , দোকানপাট, বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন রাখা হবে না। শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নগরবাসীর চলাচলের সুবিধার জন্য এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
কেবলমাত্র পৌর সভার আইন মেনে যারা বিলবোর্ড বা বিজ্ঞাপন প্রচার করবে তাদের অনুমোদন দেয়া হবে।
ঈশ্বরদী পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলাম জানান, ঈশ্বরদী বাস টার্মিনালের একটি মাত্র বিলবোর্ড বৈধভাবে ব্যাবহার হচ্ছে। প্রতি অর্থ বছরে তারা ১ লক্ষ টাকা পৌর সভাকে ভাড়া বাবদ প্রদান করে থাকেন।
তিনি বলেন, পৌর সভার আইন না মেনে বেশীর ভাগ ক্ষেত্রেই অবৈধভাবে একশ্রেণির ব্যাবসায়ীরা এগুলো ব্যাবহার করে যাচ্ছে।
উচ্ছেদ অভিযান চলাকালে পৌর প্রশাসক,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, পৌর নির্বাহী অফিসার জহুরুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।