পাবনায় ডিবি পুলিশের অভিযানে ১’শ ৯০ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। পৃথক পৃথক অভিযানে এক সপ্তাহের ব্যাবধানে পাবনার ডিবি পুলিশ ১’শ ৯০ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এরা হচ্ছে পাবনা সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর মন্ডলের পুকুর পাড়ের সিদ্দিক শেখের ছেলে সোহান শেখ(২১) বলরামপুর মধ্য পাড়ার মৃত জাহির প্রামাণিকের ছেলে সাঈদ প্রামাণিক(২৭)।গত ১১ অক্টোবর’২৪ দুপুরে এস আই রাসেল কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আরিফপুর ১০ নং রাস্তার প্রবেশ মুখে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
অন্যদিকে গত ৫ অক্টোবর’২৪ রাত ২১.৩০টার সময় এস আই সেলিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজা সহ মহাদেবপুর পূর্ব পাড়ার মৃত চাঁদ আলীর ছেলে মুরাদ শেখ (৩৫) কে গ্রেফতার করে।
একইদিন রাত ২৩.৩০ টার সময় পাবনা সদর থানার মালঞ্চি ইউনিয়নের সিংগা বাজার রেল রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার মৃত হাবিবুর রহমান সূর্যের ছেলে কিরন হোসেন(৪৫) ১’শ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার কাজি শাহ নেওয়াজ পিপিএম, সেবা এর সার্বিক তত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ হাসান বাসির এর নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।