ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ১ যাত্রীর মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)উপজেলা সংবাদদাতা।। আজ ১২ অক্টোবর’২৪ রাত ২টা২৫ মিনিটের সময় ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় হাত ফসকে ট্রেনের নীচে পড়ে হাত ও পা কেটে মৃত্যু বরন করেছে মোস্তাফিজুর রহমান চঞ্চল (৩৬) নামের এক ট্রেন যাত্রী। সে কুষ্টিয়ার আছান নগরের ওয়াছেকুর রহমানের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেন জানান,ঢাকায় কর্মরত টাইলস মিস্তিরি মোস্তাফিজুর রহমান চঞ্চল বাড়িতে আসার জন্য ভুল করে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে ট্রেনটির স্টপেজ না থাকায় ট্রেনটি একটু গতি কমিয়ে স্টেশন অতিক্রম করার সময় চঞ্চল ট্রেন থেকে নামার চেষ্টা করে। কিন্তু তার হাত ফসকে ট্রেনের নীচে পড়ে ডান হাত ও ডান পা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সংবাদ পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লোকজন স্হানীয়দের সহযোগিতায় গুরুতর আহত চঞ্চলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।এ দুর্ঘটনার সংবাদ তার বাড়ীতে জানানো হলে পরিবারের লোকজন সকালে থানায় এলে চঞ্চলের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরিবারের কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।