ঈশ্বরদীতে নয়ন নামে এক মেকারকে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদ দাতা।।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা মধ্যপাড়ার লিচুবাগানে নয়ন ইসলাম(২৮) নামে এক টিভি মেকারকে দুর্বৃত্তরা চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেছে।
নিহত নয়ন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কাঠ ব্যাবসায়ী নজরুল ইসলাম এর ছেলে।
জানাগেছে, নিহত নয়ন জয়নগর শিমুলতলা মোড়ে নিজ দোকানে টিভি ও ফ্যান মেরামতের কাজ করতো।
প্রতিদিন নয়ন দোকান থেকে রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরে যেতো। কিন্তু গতকাল বুধবার মধ্যরাতেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের মধ্যে দুঃচিন্তার সৃষ্টি হয়। তখন তারা শিমুলতলা বাজারের দোকানসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। খোঁজাখুজির এক পর্যায়ে আজ সকালে বড়ইচারা মধ্যপাড়া এলাকায় একটি লিচুর বাগানে নয়নের লাশ পাওয়া যায়। তার মুখ ও গলায় চাকু দিয়ে খুঁচিয়ে মারার দাগ পাওয়া গেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত)এবিএম মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন , সংবাদ পেয়ে ঘটনাস্হল লিচু বাগান থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে লাশ প্রেরন করা হয়েছে। তিনি বলেন, সুরতহাল রিপোর্টে প্রতীয়মান হয়যে, এটা একটা নিরেট হত্যা কান্ড এবং এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।