পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড , মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার।।
আজ ৬ অক্টোবর’২৪ সকালে পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন।পাবনা জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকল সদস্যকে শৃঙ্খলা মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিপ্লব কুমার গোস্বামী প্যারেড কমান্ডার এর দায়িত্ব পালন করেন।
প্যারেড শেষে সকাল ১০টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন । পরে
দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন জেলার সকল সিনিয়র কর্মকর্তা, অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র / ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। শেষে পিআরএল গমন কারি ৩ জন সদস্যকে ক্রেস্ট এবং জায়নামাজ দিয়ে সম্মাননা প্রদান করা হয় । তাঁদের হাতে ক্রেষ্ট ও জায়নামাজ তুলে দেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন। এসময় পুলিশের পাবনা জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা,সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।