পাবনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত;
স্টাফ রিপোর্টার।।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ, পাবনার আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৪ নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভাপতি তাঁর বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গোৎসব উদযাপনে প্রতিটি এলাকায় টহল জোরদার করা, পূজা চলাকালীন মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা এবং সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনার কথা তুলে ধরেন। পূজামণ্ডপের সার্বিক বিষয় সংক্রান্তে প্রতিটি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতিদের বক্তব্য শুনে, তাদেরকে সহযোগিতা করার পূর্ণ আশ্বাস প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ,পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।