ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের নেতা মেহেদীর পূজা মন্ডপ পরিদর্শন, সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস
স্টাফ রিপোর্টার।।
পাবনার ঈশ্বরদীতে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাালে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিক-নির্দেশনায় তাঁর ছোট ভাই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান দলীয় নেতাকর্মীদের নিয়ে মন্দিরগুলো ঘুরে দেখেন।
এসময় মেহেদী হাসান আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়় সদস্যদের দায়িত্ব পালনে ভূমিকা রাখতে নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও মন্দির পরিচালনা কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান।
সকালে শহরের মৌবাড়িয়া মন্দির পরিদর্শনকালে মেহেদী হাসান পূজা উৎযাপন ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে বলেন, বিএনপি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে। এই জন্য পর্যাবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মিলন কুমার ও গোবিন্দ চৌধুরী সর্বদা মন্দিগুলোতে খোঁজ খবর রাখবে। নিরাপত্তার কোন বিষয় হলেই স্বেচ্ছাসেবক দলের হোয়াটস অ্যাপস গ্রুপ ও মোবাইল নম্বরে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে মন্দিরে পৌছে যাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কারণ আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু ধর্মের উৎসবগুলো পূর্বে যেভাবে হয়েছে সেভাবেই এবারও হবে। মন্দির ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নীত করার অপচেষ্টাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান।
মন্দির ও পূজা মন্ডপ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সমর কর্মকার, মাধব চন্দ্রপাল, সুবাস চন্দ পাল, দেব দুলাল রায়, রাজেস কুমার সরাফ, প্রবির কুমার বিশ্বাস, বিমল চৌধুরী প্রমুখ। এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।