বিশ্বনবী হযরত মোহাম্মদ (স:) কে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
এস এম দীপ্ত।।
আজ শুক্রবার( ২৭ সেপ্টেম্বর২৪) দুপুরে জুম্মার নামাজের পর ঈশ্বরদীতে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) কে কটুক্তি ও অবমাননা করার প্রতিবাদে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৃথক পৃথক ব্যানারে মুসল্লি ও তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে রেলগেটস্থ খায়রুজ্জামান বাস টার্মিনাল জামে মসজিদ ও ট্রাফিক মোড় চত্বরে জমায়েত হয়।
এ সময় মুসুল্লিরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সাঃ) কে অবমাননার দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচারের দাবিতে প্রতিবাদি নানা স্লোগান দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী জুম্মা নামাজের পর উপজেলার প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিরা নামাজ আদায় শেষে মিছিল বের করে বাস টার্মিনাল মসজিদ চত্ত্বরে এসে জমায়েত হলে মুসুল্লিদের উপস্থিতিতে ট্রাফিক মোড় ও বাসটার্মিনাল চত্ত্বর জন জোয়ারে পরিনত হয়।
এখানে অনুষ্ঠিত পথ সভায় বিশ্ব নবীর কটুক্তি ও অবমাননাকারী ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর শাস্তি দাবি করে বক্তব্য দেন মাওলানা আবুল খায়ের রিজভী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি প্রমুখ।
পরে মুসুল্লিরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট থেকে শহরের স্টেশন রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ করেন।