বাংলাদেশ কবিতা সংসদের উদ্যোগে
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে ৫২তম মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল বুদ্ধিজীবী ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে নব নির্মিত কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ উদ্বোধন করেন প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনা সভা, শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগীতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরষ্কার প্রদান ও দেশাত্মবোধক সঙ্গীত এবং নৃত্য, আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কাব্য নিকেতন সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। মানিক মজুমদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান অতিথির আসন অললংকৃত করেন বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহাতাব উদ্দীন বিশ্বাস, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ মরমী কবি ও গীতিকার আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম আজাাদ, দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস, এম মাহবুব আলম, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারত থেকে আগত কবি ও সাংবাদিক ইকবাল দরগাই, কবি, সাংবাদিক ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস, এম রাজা, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি হাবিুরর রহমান, কবি ও গবেষক ড. মনছুর আলম, দৈনিক সিনসার নির্বাহী পরিচালক আমিনুর রহমান খান প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন কবি আমিনুর রহমান খান ও পবিত্র গীতা পাঠ করেন কবি মধুসূদন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জেবুন্নেছা ববিন ও ড. মনছুর আলম। কবি ইকবাল দরগাই ও কবি এস, এম রাজা দুই বাংলার দু’জন কবিকে সম্মাননা পদক প্রদান করেন অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন যাযাবর জিয়া, মাজহারুল ইসলাম, এস, এম রাজা ও উত্তম কুমার দাস, আবৃত্তি করেন মমতাজ রোজ কলি, মনছুর আলম, উত্তম দাস, আবুল কালাম আজাদ প্রমুখ। নৃত্য পরিবেশন করেন মানব মজুমদার, ঋত্বিক কুমার সরকার, সানজিনা, রুকাইয়া ও পিউ। পাবনায় মানিক মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে কবিতা সংসদের ৩১ বর্ষে শুভ যাত্রায় ও শহীদ বুদ্ধীজীবী এবং বীর শহীদদেরর প্রতি শ্রদ্ধা জানিয়ে কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ নির্মাণ করে নব প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে প্রেরণা দানের জন্য মঞ্চ নির্মান করায় উপস্থিত সকলেই অভিনন্দন জানান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কবিতা সংসদের মুখপত্র খোলাচোখ সাহিত্য পত্রিকা প্রকাশ ও মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। উপস্থিত সকলকে নাস্তার প্যাকেট দিয়ে আপ্যায়নের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। পাবনার সর্বস্তরের সাংস্কৃতিক ও সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়ে সভা সম্পন্ন হয়েছে।