ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে বাসি পঁচা মিস্টি বিক্রয় করার অপরাধে পাল সুইটকে ৫ হাজার টাকা এবং সুজন স্টোরকে কালার চিপস বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ নভেম্বর (বৃহঃপতিবার) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেট সংলগ্ন পাল সুইট এবং সুজন স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান,পাল সুইটসে অভিযান চালিয়ে ছত্রাক পড়া মিষ্টি জব্দ করা হয়। দোকানের মিষ্টি ও মিষ্টিজাত পণ্যের মোড়কে উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না।
আইন-কানুন না মানার অপরাধে উল্লেখিত ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।