এম এন সরদার।। প্রতারণায় ব্যর্থ হয়ে মোটা অংকের টাকা ছিনতাই কালে জনতার হাতে পাকড়াও হয়েছে প্রতারক চক্রের ৩ সদস্য। ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর’২০ সকালে দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায়। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায় ভাঙ্গুড়া উপজেলার রূপসী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আফজাল হোসেন (৬৫) তার ছেলের চাকরির জন্য প্রতারক চক্রের উক্ত তিন সদস্যকে ৫ লক্ষ টাকা দেয়ার অঙ্গীকার করে। প্রথম পর্যায় ২ লক্ষ ৭০ হাজার টাকা সংগ্রহ করে চাকরি প্রদানকারী ব্যক্তির কাছে দেয়ার জন্য মানসিকভাবে তৈরি হয়। কিন্তু আটককৃত ওই তিন প্রতারক আফজালের কাছ থেকে টাকা গুলো নিতে চাইলে সে দিতে অস্বীকার করে এবং মূল ব্যক্তির কাছে স্বহস্তে দেয়ার কথা বলে।তখন একটি সিএনজি রিজার্ভ করে উক্ত প্রতারক চক্রের ৩ সদস্য সহ ভাঙ্গুড়া থেকে দাশুড়িয়া হয়ে বনপাড়ায় যাওয়ার সময় দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকা অতিক্রম করার ঠিক পূর্ব মুহূর্তে চলন্ত সিএনজি থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে উক্ত বৃদ্ধকে নিচে ফেলে দেয়। এসময় আফজালের চিৎকারে স্থানীয় জনতা দ্রুত তাদের ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। স্থানীয় জনতার দেয়া উত্তম মাধ্যমের পর শেষ পর্যন্ত তারা পুরো ঘটনাটি স্বীকার করে। চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়ার কারণে আফজাল হোসেন গুরুতর আহত হয়। স্থানীয় জনতা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত আসামিদের পুলিশ হেফাজতে নেয় এবং আহত আফজালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আটককৃত প্রতারক চক্রের সদস্য ছিনতাইকারীরা হলো পাবনা সদরের কামারগাঁ এলাকার রশিদ মল্লিকের ছেলে আরজু মল্লিক (৩৮), সাঁথিয়া উপজেলার চিনিখরা গ্রামের আফসার প্রামাণিকের ছেলে মুক্তার (৪৫) ও আক্কাস (৩৫)।এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে বলে অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন জানিয়েছেন।