গুনির কদর বুঝবি কি করে?
——– এস এম রাজা
বলি ওরে ও মোল্লার পোলা
ফকির ছানা চামচা আলী
কিসের এতো অহংকার,
কিসের এতো ফালাফালি?
অর্থ বিত্ত প্রচুর ঐশ্বর্য এখন
এরই অহংকার তোর ভীষণ!
কি দাম তোর এসমাজে
ভেবেছিস কি তোর অবস্থান?
জানিস কি তোর আদি পরিচয়
বাপ দাদার ঠিকানা?
কে ছিল তোর পূর্ব পুরুষ
কি ছিল তার পেশা?
একবার খুঁজে দেখরে আবাল
বুঝতে যদি চাস
ভিক্ষা বৃত্তি মুঠো কুলি
এই ছিল তাদের চার পাশ।
অন্যের টাকায় হয়েছিস ধনী
হতে পারিস নাই মানুষ
টাকার গরমে হারিয়ে ফেলেছিস
মনুষ্যত্ব আর হুষ!
গুনির কদর বুঝবি কি করে
তোর বংশে নেই কেউ গুনি
তাইতো তোদের গুনিকে দেখে
ব্যাঙ্গাত্মক হাসতে শুনি।
অর্থ বিত্ত অট্টালিকায়
হয়না মানুষের দাম
দামী হতে হয় মানবিক মানুষ
খাঁটি মানুষ যার নাম।
মানুষ ঠকিয়ে হয়েছিস ধনী
লাগবে না ধন কোন কাজে
যখন তখন নিবি তুই বিদায়
থাকবি না ধরনীর মাঝে।
বুঝতে পারিসনি অভিশপ্ত তুই
কুরিয়েছিস বদনাম
তোর ক্ষমতা অতি তুচ্ছ
বুঝবি পাপের পরিনাম।