।
আজ ০৯ জুলাই ২০২৩ খ্রিঃ সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ শরিফুল ইসলাম।
এরপরে সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।চাকরী জীবন সমাপ্ত করে আজ পাবনা জেলা পুলিশের ০১ জন সদস্য পিআরএল এ গমন করেন। বিদায়কালে তাদেরকে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার, পাবনা মহোদয়।
এরপরে, পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে মত বিনিময় হয়।সভার শুরুতেই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ডি.এম হাসিবুল বেনজির, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার(ঈশ্বরদী সার্কেল, কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার(বেড়া সার্কেল), মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার(এসএএফ), মোঃ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) সহ পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।