কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত জিম হত্যাকাণ্ডে তারই খুবই কাছের বন্ধু সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত জিমের খুবই কাছের বন্ধু সাকিব। মাদককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
অভিযুক্ত সাকিব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার সিরাজুল ইসলামের ছেলে। নিহত তুষার মন্ডল জিম একই এলাকার ফজলু মন্ডলের ছেলে।
উল্লেখ্য, প্রফেসর পাড়ায় গত ১৩ জুন গোলাম মোস্তফা রুবেল নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি থেকে দুপুর ১২টার দিকে তুষার মন্ডল জিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐদিনই মঙ্গলবার রাতেই সাকিবকে আটক করা হয়।
পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।