রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা জামাত আলী
————–
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ৭ মে’২৩ সকাল ১০ টায় ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সাঁকড়েগাড়ির ভাষা শহীদ বিদ্যা নিকেতন স্কুল মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাত আলী মাষ্টারের রাষ্ট্রীয় সন্মান প্রদর্শন ও নামাজে জানাজা শেষে চরমিরকামারী কেন্দ্রীয় গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।
গত ৬ মে’২৩ দুপুর আনুমানিক ১ টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে অত্যান্ত জনপ্রিয় শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জামাত আলী সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু বরণ করেন। এসংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
আজ সকালে তাঁর জানাজায় উপস্থিত হয়ে আবেগ আপ্লূত কন্ঠে সহযোদ্ধার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সহ বীর মুক্তিযোদ্ধা গণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।