পাবনা থেকে এস এম
দীপ্ত।। আজ ২৩ সেপ্টেম্বর’২০ (বুধবার) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কার্যকরী করার মাধ্যমে আসন্ন পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। তিনি বলেন গতানুগতিক ধারা পরিবর্তন করে নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট পেপার প্রেরণ করা হবে। তিনি করোনাকালের বিষয়টি মাথায় রেখে নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি মেনে পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান।