ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান সুরের মেলা অনুষ্ঠিত
—————–
মুনমুন আক্তার।। ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির অঙ্গ সংগঠন ডিডিপি সাহিত্য চর্চাকেন্দ্র আয়োজিত ৩১২ তম মাসিক কবি কন্ঠে কবিতা পাঠ ও বৈঠকী গানের আসর সুরের মেলা গত ২৮ এপ্রিল’২৩ সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ডিডিপির চেয়ারম্যান, সাপ্তাহিক জংসন সম্পাদক, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার, সুরকার ও শিল্পী পুঁটিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন তালাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও আধিক্ষক ডাঃ আরিফুল শরীফ রাজা ও লক্ষিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের কন্ঠ শিল্পী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এস আলমগীর, সেফ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা জজকোর্টের আইনজীবী মোঃ মাসুদ করিম, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কবি ও শিল্পী ফারুক হোসেন তালাশ, শিল্পী এস আলমগীর, কবি সাধন কুন্ডু, কবি রমজান আলী, কবি ওয়াজেদ আলী, কবি সুবল কুমার পাল, কবি ঐশিকা পাল, শিল্পী প্রদীপ কুমার রায়, শিল্পী ওস্তাদ মুকুল হোসেন, শিল্পী আব্দুর রহিম বকুল, শিল্পী জহুরুল ইসলাম, কবি ও সাংবাদিক মুনমুন আক্তার, কবি ও শিল্পী এস এম রাজা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিডিপির সদস্য শাহীন আলম সরদার। প্রাণবন্ত এই অনুষ্ঠানটি প্রায় ৩ ঘন্টা ব্যাপী অসংখ্য দর্শক শ্রোতা উপভোগ করেন।