শোক র্যালীতে এসে সশস্ত্র হামলার শিকার হলো যুবলীগ কর্মী রুবেল, অবস্থা আশংকাজনক
———–
স্টাফ রিপোর্টার।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের র্যালীতে এসে দূর্বৃত্তদের সশস্ত্র হামলার শিকার হয়েছে রুবেল বিশ্বাস (৩৫) নামক এক যুবলীগ কর্মী। সে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ারবাঘইল গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট’২২ সন্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল’র নেতৃত্বে আয়োজিত র্যালীতে অংশগ্রহন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে শহরের পোস্ট অফিস মোড় থেকে বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এলে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা সশস্ত্র দূর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা চালায়। দূর্বৃত্তদের নেতৃত্বে থাকা একজন তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অন্য কয়েকজনকে হত্যার নির্দেশ দিলে তারা চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং লোহার রড দিয়ে বেধরক পেটাতে থাকে। তার আর্তচিৎকারে লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারী দূর্বৃত্তরা তাকে ফেলে স্বদম্ভে স্থান ত্যাগ করে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাবার পথে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পারিবারিক সূত্রে দাবিকৃত যুবলীগ কর্মী রুবেল’র
অবস্থা আশংকাজনক।এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন।