ঈশ্বরদী মহিলা কলেজের টিআর নির্বাচিত হলেন-হেনা,চঞ্চল ও বাতেন
নিজস্ব প্রতিনিধি ॥ ঈশ্বরদী মহিলা কলেজের ২০২২-২০২৪ বছরের জন্য নিয়মিত গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি (টিআর) নির্বাচিত হওয়ায় ঈশ্বরদী মহিলা কলেজের সস্মানিত অধ্যক্ষ কলেজের সকল শিক্ষকদের পক্ষ থেকে নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দদের (টিআর) ৩০ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে ও অভিনন্দন জানিয়ে নির্বাচিত গেজেট হস্তান্তর করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
৬৭২৯/২২ নং স্মারকে অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ নাছরিক আক্তার হেনা,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান চঞ্চল ও ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ আব্দুল বাতেনকে নিয়মিত গভর্নিং বডির সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
নব নির্বাচিত শিক্ষক প্রতিনিধি (টিআর)বৃন্দ ঈশ^রদী মহিলা কলেজে শিক্ষার সুন্দর,শান্তিপূর্ণ ও নিরাপত্তামূলক বিশ্বমানের পরিবেশ তৈরী করে সুন্দররুপে পরিচালিত করবার জন্য গুরু দায়িত্ব অর্পন করায় কলেজের সম্মানিত অধ্যক্ষ,উপাধ্যক্ষ,সকল বিভাগের শিক্ষকবৃন্দদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং গভনিং বডির সম্মানিত সভাপতি ও সম্মানিত সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।