স্টাফ রিপোর্টার।। বেসরকারী উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ আগস্ট) সকালে ফাউন্ডেশনের টিটিয়া শাখা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ফাউন্ডেশনের পরিচালক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা পাবনা -৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস। সংস্থার উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব মিজানুর রহমান নান্টু, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ রুহুল আমীন, সলিমপুর ও দুয়ারিয়া ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির ইউপিসি এস এম জাহাঙ্গীর আলম ও আল মামুন, সংস্থার টিটিয়া শাখার শাখা ব্যবস্থাপক সেলিম রেজা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা বলা হয় এসময়। সেই সাথে সবুজ-শ্যামল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের উপর জোর দেওয়া হয়। নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে যুব কমিটি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠণের মাধ্যমে ৫ হাজার বৃক্ষ ও সদস্যদের উদ্যেগে ৩৫ হাজার বৃক্ষরোপনের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে যুবসমাজের পক্ষে জনাব মোঃ সোহেল মাহমুদ, মোঃ রবিউল ইসলাম, মোঃ রনি হোসেন বক্তব্য রাখেন। এসময় দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।