আসমান আলী।। আজ জনপ্রিয় কথাসাহিত্যিক, বহু মাত্রিক লেখক হুমায়ূন আহমেদ এর নবম মৃত্যু বার্ষিকীঃ
বিংশ-একবিংশ শতাব্দীর জনপ্রিয় বাংলা সাহিত্যেক, যিনি তিন যুগেরও বেশি সময় বাংলা সাহিত্যে একক আধিপত্য বিস্তার করেছেন, বহুমাত্রিক লেখক হুমায়ূন আহমেদ এর আজ নবম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলেভু হাসপাতালে ক্ষণজন্মা এই সাহিত্যিক মৃত্যু বরণ করেন। নাটক, সিনেমা, গান, ছোট গল্প, উপন্যাস সহ সাহিত্যের কোনায় কোনায় ছিল তাঁর পদচারণা।
সিনেমা তৈরিতে তিনি ছিলেন সিদ্ধহস্ত। একের পর এক ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার ছবি তৈরি করেন তিনি। উল্লেখযোগ্য ছবিঃ আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, শঙ্খনীল কারাগার, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা প্রভৃতি।
নাটকের ক্ষেত্রে একজন সফল নাট্যকার হুমায়ূন আহমেদ। বাংলাদেশের টেলিভিশন নাটকের দর্শক তৈরির মুল কারিগর মুলত হুমায়ূন আহমেদ এর ভিন্ন মাত্রার নাটক তৈরি। অয়োময়, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই — এমন জনপ্রিয় নাটক এখন নেই বললেই চলে।
ঔপন্যাসিক হুমায়ূন একজন সফল ঔপন্যাসিক।
নন্দিত নরক, বৃষ্টি বিলাস, জোছনা ও জননী এবং দেয়াল তার উল্লেখ্যযোগ্য ঔপন্যাস। নিন্মবিত্ত পরিবারের আর্থিক জীবনে নরক যেখানে নন্দিত তাই নিয়ে লেখা তার বিখ্যাত ঔপন্যাস “নন্দিত নরক ” সাহিত্যাঙ্গনে রীতিমত ঝড় তুলে দেন।
এছাড়া হলুদ পাঞ্জাবি পরা এলোমেলো জীবনের উদ্ভ্রান্ত যুবক হিমু চরিত্রটি যুবকদেরকে দারুণভাবে উদ্বেলিত করেছেন।