রাজশাহী অফিস।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার মধ্যে তারা মারা যান। নতুন মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৯ নারী। যাদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়াও করোনা নেগেটিভ হওয়ার পর ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে চারজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত) রামেকের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৫ জনে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ৪ জন নাটোরের, ২ জন চাঁপাইনবাবগঞ্জ, ২ জন পাবনার, ১ জন করে নওগাঁ ১ জন বগুড়া ও ১জন ঝিনাইদহের বাসিন্দা ছিলেন। এদের মধ্যে রাজশাহীর ২ জন, ২ জন নাটোর, পাবনার ১ জন করে মোট ৫ জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর ১ জন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এরমধ্যে রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, ১ জন বগুড়া, ১ জন পাবনা ও ঝিনাইদহের ১ জন রোগী ছিলেন। হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৭৬ জন। রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।