আজ ভবঘুরে সাহিত্যিক মুজিবুর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী।। ডিডিপি সাহিত্য সংঘের বিনম্র শ্রদ্ধা
———————————————————————
এমএন সরদার।। আজ ১ জুলাই’২১ ঈশ্বরদীর কৃতিসন্তান ভবঘুরে সাহিত্যিক মুজিবুর রহমানের ৩১ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৯ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯২৫ সালের ৫ মে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পাকুরিয়া তে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৬৪ বছরের জীবনে তিনি তার জীবদ্দশায় ৫৩ টি গ্রন্থ নিজে প্রকাশ করেছেন এবং তাঁর মৃত্যুর পর আরো সাত থেকে আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থার মাধ্যমে। তার অসংখ্য বইয়ের পান্ডুলিপি প্রকাশের সুযোগ হয়নি। তিনি জীবদ্দশায় অসংখ্য সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। দুঃখ জনক হলেও সত্য যে, সে সকল সংগঠন শুধু সরকারি বেসরকারি অনুদান নিয়ে মৌজ করা ছাড়া তাঁরজন্য তেমন কিছু করেন না। দুএকটি তার হাতে গড়া সংগঠন নামকাওয়াস্তে তাকে স্মরণ করার নামে নাম ভাঙায়। হিংসা বিদ্বেষ আর সংকির্নতার কারনে ঈশ্বরদীর গর্বিত সন্তান আজ ইতিহাসের পাতা থেকে মুছে যেতে বসেছে। যা অত্যন্ত দুঃখ জনক। পরম শ্রদ্ধা ভাজন এই সাহিত্যিকের মৃত্যু বার্ষিকীতে ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংগঠন ডিডিপি সাহিত্য সংঘের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধান্জলি।