এস এম দিগন্ত ॥ ঈশ্বরদীর সার্বিক উন্নয়ণ বিষয় নিয়ে নানামুখী চিন্তা-ভাবনা প্রকাশ করলেন ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, সরকারের সকল উন্নয়ণমুখী কর্মকান্ড মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গৃহহীনদের বাসস্থানের জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। এক সময় কোন মানুষ গৃহহীন থাকবে না। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা যাচাই-বাছাই করে খাস ও পরিত্যক্ত জমি নির্ধারণ করলে সেইসব জমিতে পর্যায়ক্রমে গৃহহীনদের জন্য আবাসন গড়ে তোলা হবে। ঈশ্বরদীর রেলগেটে ফ্লাইওভার ও খেলা-ধুলার মান বৃদ্ধির জন্য স্টেডিয়াম নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনায় স্থান পায়। সাংস্কৃতিক বিকাশে তিনি চলতি মাসের মধ্যেই শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সরকারের সকল উন্নয়ণমূলক ও জনমুখী কর্মকান্ড বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, টেকসই সড়ক নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করা হবে। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক বিজয়দীপ্ত সম্পাদক তৌহিদ আক্তার পান্না, সহ-সভাপতি এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন ও এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক প্রভাতি খবরের ঈশ্বরদী প্রতিনিধি আব্দুর রউফ জোয়ার্দ্দার বিপুল, সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় ও চ্যানেল এস টিভির ঈশ্বরদী প্রতিনিধি এ আজাদ হান্নান এবং নাট্য সম্পাদক দৈনিক স্বতঃকন্ঠের স্টাফ রিপোর্টার মজিবর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।