মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন

২৪ ঘন্টায় পাবনা জেলায় আরো ৩৯ জন করোনায় আক্রান্ত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার।।

পাবনায় বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৬৫ জনে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮২০ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩৩৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২১৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ১২২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৬ জন কোভিড-১৯ রোগী।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!