স্বামী-স্ত্রী যোগসাজশে হত্যা চেষ্টা বৃদ্ধা শাশুড়িকে অমানবিক নির্যাতন, ছেলে-বউ গ্রেফতার
#সাঁথিয়া #বৃদ্ধা #শাশুড়িকে #অমানবিক #নির্যাতন
৮০ বছরের অসহায় বৃদ্ধা শাশুড়ীকে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাবনায়। লোমহর্ষক সেই নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) পাবনা জেলা সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের বৃদ্ধা অসহায় স্ত্রী তার ছেলে নজরুল ইসলামের সাথে বসবাস করে আসছে। কিন্তু অসুস্থ হওয়ায় বৃদ্ধা মায়ের প্রতি ন্যূনতম ভক্তি নেই ছেলে নজরুল ইসলামের। আর বৃদ্ধার পুত্রবধূ তো বেজায় ক্ষিপ্ত।
স্থানীয় সাংবাদিক ও প্রতিবেশীদের ভাষ্যমতে, ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রী নিয়মিতই অসুস্থ বৃদ্ধাকে মারধর করে। আজ ঘটনার দিন সকালে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে অত্যাচার শুরু করে নজরুলের স্ত্রী। পরে ছেলেও তার স্ত্রীর সাথে যুক্ত হয়ে মারা শুরু করে অসহায় মা’কে। তবে লোকজন উপস্থিত হলে বৃদ্ধা প্রাণে বেঁচে যায়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা লুটিয়ে আছেন মাটিতে। বৃদ্ধার পুত্রবধূ চুলের মুঠি ধরে বেধড়ক মারছে। একপর্যায়ে গলাটিপে মেরে ফেলার চেষ্টা করেন ওই নারী। মুহূর্তেই হাজির হয় ছেলে নজরুল ইসলাম। স্ত্রীকে সঙ্গ দিয়ে একইভাবে মা’কে মারা শুরু করে সে। সবশেষ তাকে বলতে শোনা যায়, “আজ মেরেই ফেলবো”। গলাটিপে, আঁচড়িয়ে মেরে ফেলার চেষ্টার ওই ভিডিও দেখলে যে কেউ আঁতকে উঠবে। তবে স্থানীয় একজন মহিলার উপস্থিতি টের পেয়ে বৃদ্ধা মা’কে হত্যা করতে ব্যর্থ হয় ছেলে নজরুল ইসলাম ও তার গুণধর স্ত্রী।
এবিষয়ে সাথিয়া থানায় খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযুক্ত ছেলে নজরুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।
তবে এমন নারকীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় লোকজন। তাদের দাবি- অভিযুক্ত নজরুল ইসলাম ও স্ত্রীকে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। তাহলে আর কোনো সন্তান বা পুত্রবধূ এমন পৈশাচিক কর্মকাণ্ডের কথা চিন্তাও করতে পারবে না।